কলকাতা টুডে ব্যুরো:এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা পুরসভা, পূর্ত দফতর-সহ বেশ কয়েকটি দফতরের কর্মীদের নিয়ে কাজ শুরু হয়েছে। কোনও খবর পেলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্যই কলকাতা পুলিশের তরফে তৈরি করা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। কলকাতায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল ও এনডিআরএফের ২টি দল রয়েছে। লালবাজারের তরফে চালু করা হয়েছে হেল্প লাইন।
আরও পড়ুন: গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু অর্জুন চৌরাসিয়ার, ময়নাতদন্তের রিপোর্ট জমা পরল আদালতে
অশনি মোকাবিলায় তৎপর পুরসভা। কোনওরকম ঝুঁকি নিতে নারাজ পৌরকর্তারা। উচ্চ বাতিস্তম্ভগুলির ওপর নজর রাখছে পুরসভা। বাতিস্তম্ভগুলি থেকে বাতি নীচে নামিয়ে এনে রাখা হচ্ছে। দুপুরের পর থেকে নদীতে যাতে না নামে কেউ, তার জন্য মাইকিং করা হচ্ছে। ফের সার্ভিস বন্ধ করা দেওয়া হতে পারে। পুরসভার প্রত্যেকটা বরো অফিসে কমিটি তৈরি করা হয়েছে। কলকাতায় মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে পাম্পিং স্টেশনগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে জল না জমে।
আরও পড়ুন: Asani Cyclone:অশনির জেরে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ,জানালো হাওয়া অফিস
অশনি নিয়ে কড়া প্রস্তুতি নিয়ে রেখেছে দমকল। ১৫৪টি দমকল কেন্দ্রকে সতর্ক করা হয়েছে। উপকূল এলাকাগুলিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। লালবাজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দমকল। কোথাও জল জমলে ১৬০ পাম্প মোতায়েন। 8টি বিশেষ কন্ট্রোল রুম তৈরি করেছে লালবাজার। কন্ট্রোল রুম চালু হয়েছে সোমবার থেকে, চলবে শুক্রবার পর্যন্ত।
আরও পড়ুন: ’আমার এখনও দুঃখ হয় নোবেল প্রাইজটা এখনও উদ্ধার হয়নি ,’ মমতার আক্ষেপ