Home সংবাদবর্তমান ঘটনা Shahjahan Sheikh: ‘গ্রেপ্তার করবেন না বললে হাজিরা দেব’, আদালতে ‘আবদার’ শাহজাহান শেখের

Shahjahan Sheikh: ‘গ্রেপ্তার করবেন না বললে হাজিরা দেব’, আদালতে ‘আবদার’ শাহজাহান শেখের

by Web Desk
Sheikh Shahjahan: হাই কোর্টের সন্দেহের মুখে রাজ্য পুলিশ,তবে কী শাহজাহানের রক্ষাকর্তা তারাই ?

ইডি যদি তাঁকে গ্রেফতার না করে তা হলেই তিনি তাদের দফতরে হাজিরা দেবেন

সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ আদালতে গ্রেফতার না হওয়ার আর্জি জানিয়েছেন। তার বক্তব্য, ইডি যদি তাঁকে গ্রেফতার না করে তা হলেই তিনি তাদের দফতরে হাজিরা দেবেন।

উল্লেখ্য, সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল শাহজাহানের। এই নিয়ে তৃতীয় বার তিনি হাজিরা এড়ালেন। শাহজাহানকে এই মুহূর্তে  খুঁজেই পাওয়া যাচ্ছে না। আইনজীবী মারফত আদালতে নিজের বক্তব্য জানাচ্ছেন তিনি।

সোমবার আদালতে তাঁর আগাম জামিনের আবেদনের শুনানি ছিল। সূত্রের খবর ,শাহজাহানের আইনজীবী জানান, ইডি যদি বলে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হবে না, তা হলে তিনি হাজিরা দিতে পারেন। অথবা আদালতে এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইডি তাঁর বিরুদ্ধে সমন জারি করা থেকে বিরত থাকুক। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৩ ফেব্রুয়ারি।

‘‘শাহজাহানের বিরুদ্ধে ওঁরা দুর্নীতির টাকা বিদেশে পাঠানোর অভিযোগ করছেন

বিচারক শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেন, কেন ইডির ডাকে সাড়া দিয়ে তিনি হাজিরা দিচ্ছেন না? উত্তরে আইনজীবী জানান, ‘‘শাহজাহানের বিরুদ্ধে ওঁরা দুর্নীতির টাকা বিদেশে পাঠানোর অভিযোগ করছেন। আমার মক্কেলকে প্রভাবশালী, মন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন। আগাম জামিন দেওয়া হচ্ছে না। তাই আমার মক্কেল গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন।’’

ইডির আইনজীবী বলেন, ‘‘এটা তো ‘ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি’-র মতো বিষয় হয়ে গেল। শাহজাহানের বাড়িতে কেবল তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল। আমাদের দিকে পাথর ছোড়া হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এত কিছুর পরে আমরা কোনও দায়িত্ব নিতে পারব না।’’

Related Articles

Leave a Comment