কলকাতা টুডে ব্যুরো:রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৮ হাজার ৮৭৪। তবে ধারা বজায় রেখে এদিনও বাংলায় করোনা আক্রান্ত কেউই প্রাণ হারাননি। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের।
গত কদিন ধরেই করোনার সংক্রমণ একটু একটু করে বেড়ে চলেছিল। যেমন বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪২। শুক্রবার তা সামান্য বেড়ে হয়েছিল ৫০। শনিবার তা আরও কিছুটা বেড়ে হয়েছিল ৫৭। ফলে তিনদিনের পরিসংখ্যান থেকেই পরিষ্কার, যে কোনও কারণেই হোক, সংক্রমণ অল্প অল্প করে বাড়ছিল। কিন্তু রবিবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, রাজ্যে আক্রান্তের সংখ্যা কমে হয় ৪০।
আরও পড়ুনঃ ’দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য,’ অর্জুন প্রসঙ্গে সুর নরম শমীক ভট্টাচার্যর
বুলেটিন অনুযায়ী, এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪০০র নিচে নেমে এসেছে। এদিন তা ছিল ৩৯১। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৮৩ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ জন। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ৯৫ জনের। পজিটিভিটি রেট কমে হয়েছে ০.২৭ শতাংশ।