Home জীবনধারাস্বাস্থ্য দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭০৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭০৬ জন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ২৭০৬ জন। যা রবিবারের তুলনায় হাজার খানেক কম। তবে একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। রবিবার এই সংখ্যা ছিল ১৪। এই মুহূর্তে দেশের অ্য়াকটিভ করোনা রোগীর সংখ্যা ১৭ হাজার ৬৯৮ জন। যা রবিবারের তুলনায় ছ’শোরও বেশি।

 

 

একদিনে মহামারীর কবল  থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০৭০ জন। এ নিয়ে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। দেশের মোট ৪ কোটি ২৬ লক্ষ ১৩ হাজার ৪৪০ জন করোনার কামড় থেকে সুস্থ হয়েছেন। মারণ ভাইরাস প্রাণ কেড়েছে দেশের মোট ৫ লক্ষ ২৪ হাজার ৬১১ জনের, শতকরা হিসেবে যা ১.২২ শতাংশ।

আরও পড়ুনঃ Nepal: নেপালে প্লেন দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে শুরু করেছে সেনা

 

ইতিমধ্যে দেশে ১৯৩ কোটি ৩১ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। ১৮ ঊর্ধ্ব ব্য়ক্তিদের প্রিকশন ডোজ কিনে দিতে হচ্ছে। ৫ থেকে  ১২ বছর বয়সিদেরও টিকা দেওয়ায় ছাড়পত্র মিলেছে। তবে কবে থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে, সেই দিনক্ষণ এখনও স্থির হয়নি।

Related Articles

Leave a Comment