কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন হাজারেরও বেশি নয়া সংক্রমণ। ধীরে ধীরে বেড়ে চলেছে করোনা পজিটিভ কেসের সংখ্যা। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৬৮৮ জন।
শুক্রবারের তুলনায় যা খানিকটা বেশি। এর মধ্যে শুধু দিল্লিতেই আক্রান্ত ১৪৯০ জন। বর্তমানে অ্যাকটিভ কেস ১৮ হাজার ৬৮৪। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ০.৭৪ শতাংশ।
আরও পড়ুনঃ Weather update: স্বস্তির খবর ! রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস
শুধু আক্রান্তের সংখ্যাই নয়, বেড়েছে কোভিড মৃত্যুও। গত কয়েক দিনে করোনা প্রাণ কেড়েছে ৫০ জনের। এদিকে দেশে বাড়ছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও। বর্তমানে দেশে করোনায় আক্রান্ত ১৮ হাজার ৬৮৪ জন। দেশে কোভিড সংক্রমণের এই বাড়বাড়ন্ত নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।