Home জীবনধারাস্বাস্থ্য রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০১১,মৃত ৭

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০১১,মৃত ৭

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০১১। ওই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের। উল্লেখ্য, গত কদিন ধরেই করোনায় মৃত্যুসংখ্যা ৬  থেকে ৭ এর মধ্যেই ঘোরাফেরা করছে। কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আসছে না। অথচ আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। যেমন দুদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ১২৮৪। শনিবার তা কমে হয় ১১১৩। রবিবার তা আরও কমে হয়েছে ১০১১।

তবে রাজ্যে দৈনিক করোনা গ্রাফ নিম্নগামী হলেও দেশে দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা  আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৭৩ জন। তবে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেটও। কেন্ত্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৩৫৭।
এদিন সামান্য বেড়েছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬৭৬। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ। দেশে এখনও পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন ৪ কোটি ৩৩ লক্ষ ৪৯ হাজার ৭৭৮ জন। দেশের যে রাজ্যগুলিতে করোনা পরিসংখ্যান সবচেয়ে উদ্বেগজনক তার মধ্যে বাংলার নাম নেই। রয়েছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লি।

Topics

Covid19  Vaccine Health  Administration Kolkata

Related Articles

Leave a Comment