কলকাতা টুডে ব্যুরো:রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে কোভিড আক্রান্ত ৫২৫ জন। একদিনে করোনার বলি ৫ জন।
২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে কোভিড আক্রান্তদের মধ্যে ১৬৬ জন কলকাতার। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। ওই জেলাতে করোনা আক্রান্ত হয়েছেন ১১১ জন। আগের দিন সংখ্যাটা ছিল ৬২।
আলিপুরদুয়ার ও কালিম্পং বাদে গত ২৪ ঘণ্টায় রাজ্যের সমস্ত জেলা থেকেই নতুন সংক্রমিতের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০, ৯৯, ৯৫৮। পজিটিভিটি রেট ৪.৭ শতাংশ।
Topics
Covid19 Vaccine Health Administration Kolkata