কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,২১৬ জন। বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। শুক্রবার এই সংখ্যা ছিল ১২,৮৪৭।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত ২৩। এর মধ্যে কেরলে মৃত্যু সবথেকে বেশি।
এছাড়া মহারাষ্ট্রে ৩ জন, কর্ণাটকে ২ জন এবং উত্তরপ্রদেশ, দিল্লি, পঞ্জাব ও উত্তরাখণ্ডে একজন করে মারা গেছেন। শুক্রবার কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ১৪। পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ২.৭৩ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৮,১৪৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত দেশে সুস্থ ৪ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ।
Topics
Covid19 Vaccine Health Administration Kolkata