কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২,২৪৩ জন। গতকাল যে সংখ্যাটা নেমেছিল দেড় হাজারের নিচে। দৈনিক পজিটিভিটি রেট ১৫.৩৭ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৪২৩ জন।
উত্তর ২৪ পরগনায় এই জেলায় একদিনে আক্রান্ত ৪৪৬ জন। এরপরেই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, মালদহ ও বীরভূম। গত ২৪ ঘণ্টায় এই তিন জেলায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ১৬৬, ১৩৪, ১১৯ জন। পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাতেও একদিনে আক্রান্ত একশোর বেশি। ফলে রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৭৪ হাজার ৫৫০ জন।
বর্তমানে সুস্থতার হার ৯৭.৫৮ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ২৮,২৫৫ জন। আর হাসপাতালে ভরতি ৭১৪ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া বেড়ে দাঁড়ল ২৮,৯৬৯ জনে।
Topics
Covid19 Vaccine Health Administration Kolkata