কলকাতা টুডে ব্যুরো:রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২৩২ জন। আগেরদিন এই সংখ্যা ছিল ১০৯৪। সেই হিসাবে সামান্য বেড়েছে। কিন্তু চিন্তার হল, এদিনও করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৭ জনের। গত তিনদিনের মৃত্যুর পরিসংখ্যান নিলে দেখা যাচ্ছে, রবিবার মৃত্যু হয়েছিল ৬ জনের। সোমবার এই সংখ্যা ছিল ৭। মঙ্গলবারও তা একই রইল।
এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ২১২৮৭। এর মধ্যে ২০ হাজার ৮১৮ জনই বাড়িতে থেকে চিকিত্সা করাচ্ছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন মাত্র ৪৬৯ জন।
এদিন নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়ে হয়েছে ১৩৬১৬। তবে পজিটিভিটি রেট উল্লেখযোগ্যভাবে কমে হয়েছে ৯.০৫ শতাংশ।
Topics
Covid19 Vaccine Health Administration Kolkata