Home জীবনধারাস্বাস্থ্য রবিবার ছুটির দিনেও বেলাগাম করোনা আক্রান্তের সংখ্যা

রবিবার ছুটির দিনেও বেলাগাম করোনা আক্রান্তের সংখ্যা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রবিবার ছুটির দিনেও করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে অনেকটাই বেড়ে গেল। এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৯৩, অর্থাত্ ৫০০ ছুঁইছুঁই। এক ধাক্কায় আড়াইশোরও বেশি বৃদ্ধি। যদিও গত দুদিনের মৃত্যুতে এদিন রাশ টানা সম্ভব হয়েছে। এদিনের পরিসংখ্যানে করোনায় কোনও মৃত্যু নেই।

একদিনে সুস্থতার সংখ্যা ২১২, যা শনিবার ছিল ২১৭। সুস্থতার সংখ্যা সেভাবে না বাড়ার ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যায় এদিনও বৃদ্ধি হয়েছে। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৭৭৭। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৬৫৮ এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১১৯ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা ৯ হাজার ৬৪২। পজিটিভিটি রেট অবশ্য এদিন সামান্য কমেছে। শনিবার পজিটিভিটি রেট ছিল ৭.২৭ শতাংশ। এদিন তা কমে হয়েছে ৫.১১ শতাংশ।

Topics

Covid19 Vaccine  Health Administration Kolkata

Related Articles

Leave a Comment