Home সংবাদবর্তমান ঘটনা DA Case Supreme Court – ডিএ মামলার শুনানি এগিয়ে আনার আর্জি! খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

DA Case Supreme Court – ডিএ মামলার শুনানি এগিয়ে আনার আর্জি! খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

by Web Desk
DA Case Supreme Court - ডিএ মামলার শুনানি এগিয়ে আনার আর্জি! খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

DA Case Supreme Court : মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আর্জি খারিজ করে দিল। সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে আন্দোলনকারীরা আর্জি জানিয়ে জানালেও তা দ্রুত খারিজ করে দেয় আদালত। শুক্রবার আর্জি খারিজ করা হয়, যা আগামী ৫ ফেব্রুয়ারি হওয়ার কথা।

গত ৩ নভেম্বর ছিল ডিএ মামলার শুনানি যা পিছিয়ে যায়, ২০২২ সালের ৩ নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি ২৮ নভেম্বর থাকলেও পরবর্তী শুনানি ৫ ডিসেম্বরেই মামলা শেষ হবে এমনটা বলা হয় আইনজীবী মুকুল রোহতগির তরফ থেকে। পরে রাজ্য আইনজীবী বদল করে অভিষেক মনু সিঙঘভিকে দায়িত্ব দেয়। এরপর একাধিক বার তারিখ বদলাতে থাকে, পিছিয়ে যায় শুনানি। গত ১৪ জুলাইয়ে নবম বার পিছিয়ে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয় ৩ নভেম্বর।গত ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে দশম বারের জন্য পিছিয়ে যায় ডিএ মামলার শুনানি। এর আগে কলকাতা হাই কোর্ট মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেওয়ার পরে সুপ্রিম কোর্টে যায় সরকার। ২০২২ সালের ৩ নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় ২৮ নভেম্বর। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। সেই দিনেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় পরবর্তী শুনানি ৫ ডিসেম্বরেই মামলা শেষ হবে। পরে রাজ্য আইনজীবী বদল করে অভিষেক মনু সিঙঘভিকে দায়িত্ব দেয়। এর পর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে শুনানি পিছিয়ে গিয়েছে। গত ১৪ জুলাইয়ে নবম বার পিছিয়ে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয় ৩ নভেম্বর।

২০২২ সালের ২০ মে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় রাজ্য এবং সুপ্রিম কোর্টে রাজ্যে যুক্তি দেয়, হাই কোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে বহন করা কঠিন। প্রসঙ্গত, হাই কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ না-দেওয়ার জন্য নবান্নের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলাও হয়। তবে সেটির শুনানি আপাতত হাই কোর্টে স্থগিত রয়েছে সুপ্রিম কোর্টের অনুরোধে।

সম্প্রতি আরও চার শতাংশ হারে ডিএ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। যা নতুন হারে কার্যকর হবে জুলাই মাস থেকেই। প্রসঙ্গত এর আগে ২৪ মার্চের ঘোষণায় ১ জানুয়ারি থেকে মিলেছিল বর্ধিত ডিএ। তাতে ডিএ বেড়ে হয়েছিল ৪২ শতাংশ। এখন তা চার শতাংশ বেড়ে হল ৪৬ শতাংশে গিয়ে দাঁড়াল। আর তাতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফারাক বেড়ে দাঁড়ায় ৪০ শতাংশ।

Related Articles

Leave a Comment