কলকাতা টুডে ব্যুরো: জেলের ভিতরে বহাল তবিয়তে রয়েছেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। তিনি জেলে রয়েছেন, না-কি কোন পাঁচতারা হোটেলে তা বোঝাই মুশকিল! বিছানায় শুয়ে কিছুটা একটা পড়ছেন, আর বিশ্রামের সেই সময় কেউ একজন তাঁর পা ও মাথা ম্যাসাজ করে দিচ্ছেন। এমনই একটি ভিডিও শনিবার প্রকাশ্যে এসেছে, আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্কে দিল্লির এই মন্ত্রী।
কয়েকদিন আগেই তিহার জেলের সুপারিনটেনডেন্ট অজিত কুমারকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে কারাবন্দি মন্ত্রীর প্রতি ভিআইপি আচরণের অভিযোগ উঠেছিল। এই আবহে এবার সামনে এল এই ভিডিয়ো।
প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, সত্যেন্দ্র জৈনকে পা, মাথা এবং পিঠে মালিশ দেওয়া হচ্ছে। এই নিয়ে বিজেপি নেতা সেহজাদ পুনাওয়ালা টুইট বার্তায় লেখেন, ‘কারাগারে ভিভিআইপি আচরণ! কেজরিওয়াল কি এমন একজন মন্ত্রীকে রক্ষা করতে পারবেন? তাঁকে কি চাকরিচ্যুত করা উচিত নয়? এটি আম আদমি পার্টির আসল চেহারা দেখায়।’ এদিকে সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, ‘আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ভিভিআইপি সংস্কৃতির অবসানের জন্য দল তৈরি করেছিলেন। কিন্তু এখানে একজন দুর্নীতিবাজ সব সুযোগ-সুবিধা পাচ্ছেন।’