Home সংবাদজাতীয় খবর উন্মোচিত হল গ্রানাইটের সুভাষ মূর্তির

উন্মোচিত হল গ্রানাইটের সুভাষ মূর্তির

উন্মোচিত হল গ্রানাইটের তৈরি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। আর একই মঞ্চ থেকেই নাম না করে কংগ্রেস সরকারের বিরুদ্ধে নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: উন্মোচিত হল গ্রানাইটের তৈরি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। আর একই মঞ্চ থেকেই নাম না করে কংগ্রেস সরকারের বিরুদ্ধে নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সরাসরি আক্রমণের সুরে বললেন, ‘‘স্বাধীনতার পর নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। গত পাঁচ বছরে সরকারের সিদ্ধান্তে নেতাজির কর্তব্যের ছাপ রয়েছে’।

নেতাজির মূর্তি উন্মোচন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘নেতাজি মহামানব ছিলেন। গোটা বিশ্ব নেতা মানত নেতাজিকে। নেতৃত্বে দেওয়ার ক্ষমতা ছিল নেতাজির। আর ভারতের গৌরবময় ঐতিহাস ভারতীয়দের রক্তে রয়েছে। নেতাজি ভারতকে দ্রুত আধুনিক বানানোর প্রচেষ্টায় ছিলেন। নেতাজির পথে চললে দেশ অনেক এগিয়ে যেত। নেতাজি ১২৫ বছর জন্মজয়ন্তীতে কলকাতার বাড়িতে ‍গিয়েছিলাম।দেশের পথ প্রদর্শক ছিলেন নেতাজি। ১৯৪৭ সালে আন্দামানকে স্বাধীন করেছিলেন নেতাজি। আমাদের সরকারের প্রচেষ্টায় নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে মিউজিয়াম বানানো হয়েছে। আর এদিন জর্জ পঞ্চমের বদলে নেতাজির মূর্তি স্থাপন হল।’

Topics

Delhi Netaji Subhas Chandra Bose PM Modi Administration Kolkata

Related Articles

Leave a Comment