Home রাজনৈতিক ‘দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা,’তদন্তের দাবি তুলে লালবাজারের সামনে ভারতীয় জনতা মজদুর সেলের বিক্ষোভ

‘দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা,’তদন্তের দাবি তুলে লালবাজারের সামনে ভারতীয় জনতা মজদুর সেলের বিক্ষোভ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:শুভেন্দুর কনভয়ে দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ ভারতীয় জনতা মজদুর সেলের । মজদুর সেলের লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা । মেডিক্যাল কলেজের সামনে মিছিল আটকায় পুলিশ । ‘দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা, চালককে গ্রেফতার করে তদন্ত করতে হবে’ , দাবি ভারতীয় জনতা মজদুর সেলের।

 

শুক্রবার রথযাত্রা উপলক্ষে তমলুকের ইসকন মন্দিরে যাচ্ছিলেন। সেইসময়ই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা মারে ট্রাক ।

আরও পড়ুনঃ কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিধি ও নির্ঘণ্ট ঘোষণা

 

শুভেন্দু অধিকারীর গাড়ির দেহরক্ষীর গাড়িতে ধাক্কা মারে। ঘটনাটি ঘটে মারিশদা থানার দুরমুঠের কাছে।বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান শুভেন্দু অধিকারী। ধাক্কা মারার পরই ট্রাকটিকে ধাওয়া করতে শুরু করে পুলিস। যদিও ট্রাক সমেত চালক পলাতক।

Related Articles

Leave a Comment