Home সংবাদসিটি টকস ফের শহরে Dengue-র থাবা, মৃত এক বালক

ফের শহরে Dengue-র থাবা, মৃত এক বালক

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শহরে ছড়াতে শুরু করেছে ডেঙ্গি, এই আতঙ্কই গ্রাস করেছে শহরবাসীকে । কারণ খাস কলকাতায় বছর ১২-এর এক বালকের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়েছে এই ডেঙ্গিকে। জানা যায় ওই বালক কালীঘাটের বাসিন্দা। এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলে মৃত্যু হয় তাঁর সেখানেই।বছর বারোর বিশাখ মুখোপাধ্যায় কিছুদিন ধরে জ্বরে ভুগছিল ।

তাই তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । ওই হাসপাতালেই তাঁর মা কর্মরত তবে সেখানেই মৃত্যু হয় বিশাখের । সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত করা হয় ডেঙ্গিকে। যার ফলে ফের একবার ডেঙ্গির আতঙ্ক সৃষ্টি হয়েছে শহরবাসীর মধ্যে। পরিবার সূত্রে খবর , গত সোমবার স্কুল থেকে বাড়িতে ফিরে আসার পরই অসুস্থ বোধ করছিল সে। জ্বর ছিল তাঁর । তাই তাকে ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে ।

তবে আর বাড়ি ফিরে আসা হয়নি বিশাখের।তাঁর নিথর দেহ আজ মহিম হালদার স্ট্রিটের বাড়িতে এসে পৌঁছলে গোটা এলাকা শোকগ্রস্ত হয়ে পড়ে । স্থানীয় কাউন্সিলর এই প্রসঙ্গে জানান, এলাকায় বহু জায়গায় জল জমে থাকছে, বাড়ির জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে না ।

Topics

Dengue Fever Health  Administration Kolkata

Related Articles

Leave a Comment