Home সংবাদসিটি টকস শহরের ডেঙ্গি পরিস্থিতি সন্তোষজনক নয়, মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মেয়রের

শহরের ডেঙ্গি পরিস্থিতি সন্তোষজনক নয়, মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মেয়রের

শহরের ডেঙ্গি পরিস্থিতি  নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরনিগম। এর আগেও কলকাতার মেয়র Firhad Hakim ডেঙ্গি নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছিলেন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শহরের ডেঙ্গি পরিস্থিতি  নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরনিগম। এর আগেও কলকাতার মেয়র Firhad Hakim ডেঙ্গি নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছিলেন। ডেঙ্গির সঙ্গে কোভিড মিলে গিয়ে নতুন কিছু তৈরির আশঙ্কার কথা বলেছিলেন। ডেঙ্গি আক্রান্ত রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার মতো ঘটনার উদাহরণও দিয়েছিলেন তিনি। এবার কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের গলায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগের সুর সোনা গেল। শহরের ডেঙ্গি পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয় বলেই মনে করছেন মেয়র।

শুধু ডেঙ্গিই নয়, এর পাশাপাশি ম্যালেরিয়া বা অন্যান্য মশাবাহিত রোগ নিয়েও বেশ উদ্বিগ্ন কলকাতা পুরনিগম। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানান, যত বেশি সম্ভব ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরীক্ষার সংখ্যা বাড়াতে বলা হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতির জন্য আবহাওয়ার খামখেয়ালিপনাকেই খানিকটা দায়ী করেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ডেঙ্গি পরিস্থিতি সন্তোষজনক নয়। এখনও বেশ কিছু জায়গায় ডেঙ্গির প্রবণতা রয়েছে। পুজো পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছিল পুরসভার স্বাস্থ্য বিভাগ সহ একাধিক বিভাগের কর্মীদের সেই ছুটি বাতিল আরও বাড়াতে বলা হয়েছে যতদিন না পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। একইসঙ্গে পুজোর পর কলকাতা পুরসভার যে ফিভার সেন্টারগুলি রয়েছে সেখানে রোগী আসার সংখ্যা বেড়েছে। তাই সেখানে লোকবল বাড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যত বেশি সম্ভব ডেঙ্গু ম্যালেরিয়া পরীক্ষার সংখ্যা বাড়াতে বলেছি। এই যে আবহাওয়া এই আবহাওয়ার জন্য সমস্যা হচ্ছে দেখুন না আপনার কপালে ঘাম জমেছে। আমি আজ পর্যন্ত দেখিনি যে অক্টোবর মাসের ১৪ তারিখে কপালে ঘাম জমতে।”

Related Articles

Leave a Comment