কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি বিপজ্জনক। আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। মাত্র এক সপ্তাহে মশাবাহিত এই রোগে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩৬৯ জন। সংক্রমণের হার ১১ শতাংশ ছাড়িয়ে গেছে যা রীতিমতো চিন্তার কারণ। মৃত্যুও বেড়ে চলেছে।
শহর কলকাতায় প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এই মত পরিস্থিতিতে কালীপুজোর ছুটিও পুর কর্মীদের ভাগ্যে জুটবে কিনা তা নিয়ে যথেষ্ট আশঙ্কা সৃষ্টি হয়েছে। দুর্গাপুজোর ছুটি তো বাতিল করেই দেওয়া হয়েছিল ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলার জন্য। এবার সেই ছুটি বাতিলের মেয়াদ আরও বাড়তে পারে আগামীতে, এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকি ।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম জানান, “ডেঙ্গু তে সেই ভাবে কিছু করা থাকে না। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। ডেঙ্গু ময়লা ফেলার জন্য হয়না। ডেঙ্গু জমা জল থেকে হয়। জলাশয় থেকে ডেঙ্গু লারবা পাওয়া যাচ্ছে। অবার ফাঁকা মাঠ গুলিতে ডেঙ্গু বাড়ছে। তাই উত্তর কলকাতা ডেঙ্গুর সংখ্যা কম। কিন্তু ইস্ট কলকাতা ফাঁকা মাঠ বেশি সেখানে ডেঙ্গু লার্বা পাওয়া যাচ্ছে। অবার অনেক জায়গায় শরিকি বিপদে জেরে বন্ধ বাড়িগুলোতে ডেঙ্গু লার্ভা জমা হচ্ছে। কলকাতা পৌর সংস্থার কর্মীরা কাজ করছে। অভিসিকতা সমস্ত হাই রাইস বাড়িতে নোটিশ করা হচ্ছে। দরকার বাড়লে বিল্ডিংয়ের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।”