Home সংবাদসিটি টকস সেন্ট্রাল টীম রাতারাতি ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবেন কি? বিরোধীদের কটাক্ষের জবাবে প্রশ্ন ফিরহাদের

সেন্ট্রাল টীম রাতারাতি ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবেন কি? বিরোধীদের কটাক্ষের জবাবে প্রশ্ন ফিরহাদের

শনিবার কেওড়াতলা শ্মশানে চিত্তরঞ্জন দাশ জন্মবার্ষিক । চিত্তরঞ্জন দাসের মূর্তিতে মাল্যদান করলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম  ও সঙ্গে ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শনিবার কেওড়াতলা শ্মশানে চিত্তরঞ্জন দাশ জন্মবার্ষিক । চিত্তরঞ্জন দাসের মূর্তিতে মাল্যদান করলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম  ও সঙ্গে ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার । কেওড়াতলা শ্মশানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর শুভেন্দুর মন্তব্যের তুলধোনা করলেন ফিরহাদ হাকিম।

শুভেন্দু অধিকারী বলেছেন এ রাজ্যের ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে এরাজ্যে সেন্ট্রাল টিম পাঠানোর আবেদন জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার ফিরহাদ হাকিম বলেন, “ডেঙ্গু শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা শহর কলকাতায় হচ্ছে না। ডেঙ্গু উত্তর প্রদেশ থেকে শুরু করে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে প্রকোপ দেখা দিয়েছে। সেসব রাজ্যেও সেন্ট্রাল টিম পাঠানো হোক। শহর কলকাতায় ডেঙ্গুর সংক্রমণ নতুন কোন ঘটনা নয়। কলকাতা পুরসভা রাস্তায় নেমে ডেঙ্গু প্রতিরোধে সমস্ত ব্যবস্থা নিয়েছে।” সেন্ট্রাল টীম এ রাজ্যে বা শহরে এসে রাতারাতি তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবেন কি? প্রশ্ন ফিরহাদের।

কারোর কাজ নিয়ে ক্রিটিসাইজ বা সমালোচনা করাটা সহজ কিন্তু কাজ করাটা সহজ নয়। দিলীপ ঘোষ মুখে বড় বড় কথা রোজই বলে থাকেন। রাস্তায় নেমে তিনি কোন কাজটা এখনো পর্যন্ত করতে পেরেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ডেঙ্গি বা কোন রোগের প্রভাব দেখা দিলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কি রাস্তায় নেমে কাজ করেন? প্রশ্ন ফিরহাদের। পাশাপাশি তিনি এও বলেন রাজ্যের মন্ত্রী বা মেয়র হিসাবে নয় শহর কলকাতা মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে রাস্তায় নেমে ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যেমন কাজ করে যাচ্ছেন তেমনি সেই কাজ চালিয়ে যাবেন বলেও এদিন স্পষ্ট মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ সরাসরি বিরোধী দলনেতাকে কটাক্ষ করে বলেন, শুভেন্দু অধিকারী অনেকটা গায়ে মানে না আপনি মোড়ল হয়েছেন। রাজ্যের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো থাকবে- সৌজন্য বজায় থাকবে এটাই হওয়া উচিত। যে রাজ্যপাল কাজের বদলে মুখ্যমন্ত্রীকে টাইট দিতে আসবেন এবং শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবে তিনি ভালো আর যিনি শুভেন্দুর কথা শুনে সেটা করবেন না। তিনি খারাপ এটা হয় না।

আমরা বাংলায় উন্নয়নের রাজনীতি করবো। বিজেপির সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত লড়াই করে তাদেরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করব। শুভেন্দু এরা যে উন্নয়ন ছেড়ে শুধু রাজনীতি করতে চাইছে- এটা বাংলার মানুষ মেনে নেবে না। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কোন নেতার বাড়ি কে যাচ্ছে কে বেরোচ্ছে সমস্ত খবরা খবর রাজ্যপাল রাখছেন বলে শুভেন্দু অধিকারীর  মন্তব্যকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Related Articles

Leave a Comment