Home সংবাদসিটি টকস ডেঙ্গি প্রবণ এলাকা পরিদর্শনে খোদ মেয়র, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিদান ফিরহাদের

ডেঙ্গি প্রবণ এলাকা পরিদর্শনে খোদ মেয়র, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিদান ফিরহাদের

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগ জনক হয়ে উঠেছে। এবার ডেঙ্গি প্রবণ এলাকা পরিদর্শনে খোদ রাস্তায় নামলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগ জনক হয়ে উঠেছে। এবার ডেঙ্গি প্রবণ এলাকা পরিদর্শনে খোদ রাস্তায় নামলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার তিনি কলকাতা পৌরসভার অন্তর্গত ১০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে উপস্থিত হন। সেখানে গোটা এলাকা পরিদর্শন করে দেখেন ফিরহাদ। যেখানে যেখানে জমা জল কিংবা মশার লার্ভা তৈরি হওয়ার মত পরিস্থিতি রয়েছে তা যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ফেলার নির্দেশ দেন তিনি।   সাথে ছিল যাদবপুর এলাকার বিধায়ক দেবব্রত মজুমদার।

অন্যদিকে ডেঙ্গু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ডেঙ্গু নিয়ে এ রাজ্যর শাসক দল তৃণমূল কংগ্রেস নাটক করছে, বিজেপির নেতাদের এই মন্তব্যর  তীব্র ভাষায় প্রতিবাদ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পাল্টা ফিরহাদের প্রশ্ন, দেশের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু এবং করোনা আক্রান্তের সংখ্যা উত্তর প্রদেশ। ত্রিপুরাতেও বহু মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাহলে কি ধরে নিতে হবে বিজেপি শাসিত রাজ্যগুলির সরকার এবং সেখানকার পুরসভা গুলি নাটক করছে?

<span;>ফিরহাদ বলেন, আসলে বিজেপি সমস্ত বিষয়ে নাটক করে থাকে। তাই ওরা ওদের চোখ দিয়ে সবাইকে নাটক করতেই দেখে। বিজেপির কথায় কর্ণপাত করে কোন লাভ হবে না, ডেঙ্গুও কমবে না। শহর কলকাতার মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে কলকাতা পৌরসভার পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিগত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাজ চলছে।” এবং ভবিষ্যতে এই কাজ চালিয়ে যাওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি শহর কলকাতায় ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতাকে আর একবার অতি গুরুত্বপূর্ণ এক্টর হিসেবে তুলে ধরলেন ফিরহাদ।

<span;>পাশাপাশি তিনি এও বলেন, “শহর কলকাতা জুড়ে প্রায় ১৭৭ টি বৃহৎ আকারের ফাঁকা জমি রয়েছে যেগুলি নোংরা আবর্জনায় ভর্তি। বেশ কয়েকবার পরিষ্কার করানো হলেও এলাকার মানুষজন ফেল আবার ওই পাকা জমি গুলিতে আবর্জনা ফেলে ভর্তি করে ফেলেছেন। কলকাতা পুরসভার হাতে বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা পাঞ্জেরেন্সি সার্ভিসে হাতে এত বেশি লোক নেই যারা বারবার ওই 177 টি আবর্জনা জমা জমি কে পরিষ্কার করে দেবে। এর জন্য মানুষকে সচেতন হতে হবে তাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্নতার একটি গুরুত্ব সহকারে দেখতে হবে। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে।” সু অভ্যাস তৈরি করার মাধ্যমেই আবর্জনা হীন সুস্থ স্বচ্ছ কলকাতা ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে এদিন জানান তিনি।

Related Articles

Leave a Comment