কলকাতা টুডে ব্যুরো: শনিবার ইন্দিরা গান্ধীর ১০৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে এসে ডেঙ্গি নিয়ে রাজ্যবাসীকে বার্তা দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আগে যা অবস্থা ছিল তার থেকে এখন অনেক ভালো হয়েছে।”
ইন্দিরা গান্ধীর ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তারামণ্ডলের বিপরীতে ইন্দিরা গান্ধী মূর্তি মাল্যদান করেন মন্ত্রী ও কলকাতা মহানগরী ফিরাদ হাকিম। সেই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আশা করবো আরো কয়েকদিন মধ্যে তাপমাত্রা আরো কমবে। পরিস্থিতির উন্নতি হবে । শীত পড়ার সঙ্গে সঙ্গে আর ডেঙ্গির মশা আর জন্ম নেবে না।”
প্রসঙ্গত, রাজ্যে ক্রমশ Dengue আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই আবহে রাজ্যের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। আগামী সোমবার নবান্নে এই বিশেষ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বর্তমানে কলকাতা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। মনে করা হচ্ছে সোমবারের এই বৈঠক থেকে ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকারের তরফে বিশেষ কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সাথী কার্ড না নেওয়ার অভিযোগ ওঠে। সোমবাররের বৈঠক থেকে সে বিষয়ে মুখ্যমন্ত্রী সুনির্দিষ্ট বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামোর কী অবস্থা, পর্যাপ্ত সংখ্যায় ডাক্তার রয়েছেন কি না সে সব বিষয়েও আলোচনা হতে পারে ওইদিনের বৈঠকে।