কলকাতা টুডে ব্যুরো: বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শহর কলকাতাতেই এই ডেঙ্গির কবলে পড়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আর এবার ডেঙ্গু প্রাণ কাড়ল কলকাতা পুলিশের এক আধিকারিকের। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় উত্পল নস্কর নামে ওই পুলিশ আধিকারিকের।
উত্পল বাবু কলকাতা পুলিশের ASI ছিলেন বলে জানা যায়। পুলিশ সূত্রে মারফত পাওয়া খবর অনুযায়ী, তারঁ বয়স ছিল প্রায় পঞ্চাশোর্ধ। বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বৃহস্পতিবার থেকে তিনি CMRI Hospital ভর্তি ছিলেন। রবিবার থেকে জ্বরে ভুগছিলেন এই পুলিশকর্মী।
সোমবার যখন ডেঙ্গি পরীক্ষা করা হয় তখন তা পজিটিভ আসে। এরপর বাড়িতেই চলে তাঁর উপযুক্ত চিকিত্সা। কিন্তু শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ার কারণে বৃহস্পতিবার তাকে CMRI Hospital নিয়ে আসা হয়। আর শনিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই পুলিশ আধিকারিক।
উল্লেখ্য, বর্তমানে আরও একাধিক কলকাতা পুলিশের কর্মীরা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রয়েছেন চিকিত্সাধীন। স্বাস্থ্য দফতর সূত্র পাওয়া রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র শহর কলকাতা নয় রাজ্যের বিভিন্ন জেলায় মারাত্মক হারে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। যদিও সেই সমস্ত জেলাগুলির মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছে কলকাতা।