কলকাতা টুডে ব্যুরো: রাজ্যজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এই রোগে আবারো বলি এক তরতাজা প্রাণ। মৃত যুবকের নাম বছর তিরিশের রোহিত দাস। হাসপাতাল থেকে বাড়ি ফিরেও শারীরিক জটিলতা। এরপর ফের হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় কলকাতার সার্ভে পার্ক এলাকার বাসিন্দার।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ডেঙ্গু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর বেশ কিছুদিন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি।
সপ্তাহখানেক আগে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরেন রোহিত। মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, বাড়ি ফিরে এলেও সম্পূর্ণ সুস্থ ছিলেন না তিনি। নানারকম শারীরিক জটিলতা দেখা দেয়। ক্রমেই অবস্থার অবনতি ফের শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় যুবকের।