Home সংবাদবর্তমান আপডেট Dev At Ed Office: প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন ঘাটালের তৃণমূল সাংসদ

Dev At Ed Office: প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন ঘাটালের তৃণমূল সাংসদ

ED Summons Dev

by Web Desk
Dev has left ED office after hours of questioning in Cow Scam Case

দিল্লির ইডি দফতর থেকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর বেরোলেন ঘাটালের তৃণমূল সাংসদ

দিল্লির ইডি দফতর থেকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর বেরোলেন ঘাটালের তৃণমূল সাংসদ  ও অভিনেতা দেব। গরুপাচার মামলায় তাঁকে তলব করা হয়েছিল। বুধবার সকাল ১১টার আগে রাজধানীতে ইডির সদর দফতরে দেব হাজিরা দেন তিনি। সেখান থেকে বেরোন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ।

ইডির সদর দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে বেশি কথা বলেননি দেব। মাত্র দু’টি বাক্য তাঁকে বলতে শোনা গিয়েছে। তিনি বলেন, ‘‘এ সব নিয়ে এখন বেশি কথা না বলাই ভাল। আমার ফ্লাইটটা মিস্‌ হয়ে যাবে।’’

আইন মামলার তদন্তের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইডির দপ্তরে উপস্থিত হয়েছিল দেব

প্রসঙ্গত আর্থিক তছরুপ প্রতিরোধ আইন মামলার তদন্তের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইডির দপ্তরে উপস্থিত হয়েছিল দেব। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গরু পাচার সংক্রান্ত একটি মামলায় অভিনেতা দেবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।  তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদ সদস্যকে সকাল ১১টায় দিল্লির ইডি অফিসে হাজির হতে বলা হয়েছিল। সেই মতোই ঠিক সকাল ১১ টায় ইডির দপ্তরে পৌঁছে গিয়েছিলেন দেব।

১৫ ফেব্রুয়ারী, ২০২২-এ, একই গরু পাঁচারের  মামলায় নিজাম প্যালেসে প্রায় পাঁচ ঘন্টা ধরে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। সেই সূত্রে জানা যায় জেরা করার সময় একজন সাক্ষীর থেকে দেবের নাম উঠে আসে যার কারণে দেবকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক দের দেব জানিয়েছিল “একজন ব্যক্তিকে চিনি কি না, সেই বিষয়ে জানতে চাওয়া হয়। আমার বক্তব্য জানিয়েছি। মনে হয় আর ডাকবে না।

Related Articles

Leave a Comment