Home সংবাদ বঙ্গ-বিজেপিতে ফের বিদ্রোহ, বেসুরো দুধকুমার মন্ডল

বঙ্গ-বিজেপিতে ফের বিদ্রোহ, বেসুরো দুধকুমার মন্ডল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহের আগুন। দলীয় কর্মীদের বসে যাওয়ার ডাক দিলেন বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। ফেসবুকে পোস্ট করেন তিনি। লেখেন, ‘জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে কথা না বলেই কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক ও কার্যকর্তারা আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁরা চুপচাপ বসে যান।’

দুধকুমার মণ্ডলের পাশে দাঁড়িয়ে ট্যুইট অনুপম হাজরার। দুধকুমারের মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে তা চিন্তার ও উদ্বেগের। বর্তমানে যাঁরা সংগঠনে আছেন তাঁদের উচিত দুধকুমারের অভিজ্ঞতাকে সম্মান দেওয়া। ট্যুইট বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার।

এর আগে বঙ্গ বিজেপির একাধিক নেতাকে দলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূলে ফেরার আগে সরব হয়েছিলেন। এরপর পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেন। এবার কি দলবদল করতে পারেন দুধকুমার মণ্ডল ? এই প্রশ্ন উঠছে এখন বঙ্গ রাজনীতি শিবিরে।

Topics

Dhoot  Kumar Mondal  BJP  TMC Administration  Kolkata

Related Articles

Leave a Comment