Home সংবাদসিটি টকস ‘এক এক করে আরও অনেক তৃণমূল নেতা জেলে যাবে,’ মন্তব্য দিলীপ ঘোষের

‘এক এক করে আরও অনেক তৃণমূল নেতা জেলে যাবে,’ মন্তব্য দিলীপ ঘোষের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার মন্ত্রিসভার মিটিং করতে জেলে যেতে হবে। কিম্বা দলের মিটিং করতে জেলে যেতে হবে। এই সবে শুরু। এক এক করে আরও অনেক তৃণমূল নেতা জেলে যাবে।”
রাজধানী এক্সপ্রেসে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।ট্রেন থেকে নেমেই শিয়ালদা স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

তিনি এও বলেন ,”যে ভাবে পঞ্চায়েত স্তর থেকে বিধায়ক, সাংসদেরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাতে অনেককেই একে একে জেলে যেতে হবে।” অন্যদিকে রাজ্যের রাস্তা মেরামত করার জন্য ও ১০০ দিনের কাজের জন্য টাকা দিচ্ছে না কেন্দ্র। এই অভিযোগে সোচ্চার হয়ে রাজ্য নাবার্ড থেকে ঋণ নেবে বলে খবর।

দিলীপ বাবু এই প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়ায় বলেন “কেন্দ্র থেকে এর আগে যা টাকা নিয়েছে সেই টাকার কোনও হিসাব দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হিসেবে না দিলে কেন্দ্র টাকা দেবে না। উনি এবার টাকা আনতে কোথায় যাবেন? বিশ্বব্যাঙ্কে?”

Topics

Dilip Ghosh BJP TMC Administration Administration Kolkata

Related Articles

Leave a Comment