কলকাতা টুডে ব্যুরো:সিবিআই-মন্তব্যে অনড় দিলীপ ঘোষ। ‘সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না। বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে, কতজনকে সাজা দিয়েছে সিবিআই? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই, আমরাও বিশ্বাস করেছিলাম, ন্যায় পাইনি। সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি নিজেদের প্রমাণ করেছে।’ ফের মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
রবিবার দিলীপের মন্তব্যের সমালোচনায় যেমন তৃণমূল সরব হয়েছিল, তেমনই প্রকাশ্যে না হলেও ক্ষুব্ধ হয়েছিলেন বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ। কারণ, প্রথমত দিলীপ যে সংস্থার বিরুদ্ধে মন্তব্য করেছেন, সেই সিবিআই কেন্দ্রীয় সংস্থা। তারা বাংলায় একাধিক দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে। দ্বিতীয়ত, এই কেন্দ্রীয় সংস্থার নিয়ন্ত্রণ রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। না করেই বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
দিলীপ বলেন, ‘আমি আমার দুঃখের কথা বলেছি। নির্বাচনের পর আমার ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছিল। সিবিআইকে তার তদন্তের দায়িত্ব দিয়েছিল কোর্ট। ওরা কত জনকে সাজা দিয়েছে? এফআইআরই করতে পারেনি! আমরা তো সিবিআইকেই বিশ্বাস করেছিলাম। ওরা ন্যায় দিতে পারেনি।’
Topics
Dilip Ghosh BJP TMC Administration Kolkata