কলকাতা টুডে ব্যুরো: দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতি বিরোধীদের নিশানায় পড়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়েই সরব হতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। যদিও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সেটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ব্যাপার বলে এড়িয়ে গিয়েছেন। এবার দিলীপ–শুভেন্দুকে মালা পরিয়ে মহালয়ার দিন মদনের তর্পণ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এবার তা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড পুজো উদ্বোধন এবং মদন মিত্রের তর্পণ নিয়ে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘এটার পিছনে সবকিছু কুক্ষিগত করে নেওয়ার মানসিকতা কাজ করে। তার পরিণাম, প্রশাসন বলে কিছু নেই। প্রশাসনের কোনও ক্ষমতা নেই। সব কিছু ভেঙে পড়েছে। গোটা রাজ্যের মানুষ এই উৎপাতের শিকার। গোটা রাজ্যকে কুক্ষিগত করে নেওয়ার এই মানসিকতার শিকার রাজ্যবাসী। এই ধরনের রাজনীতির চরম বিকৃত রূপ হলেন মদন মিত্ররা।’
Topics
Dilip Ghosh BJP TMC Administration Kolkata