Home সংবাদসিটি টকস ‘গিনেস বুকে নাম উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

‘গিনেস বুকে নাম উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

মমতা বন্দ্যোপাধ্যায় এক পুজো উদ্বোধনী এসে বলেন একদিনে তিনি ৫০০ পুজো উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে কটাক্ষ করে এদিন দিলীপ ঘোষ বলেন, "ওটাই উনি করতে পারেন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় এক পুজো উদ্বোধনী এসে বলেন একদিনে তিনি ৫০০ পুজো উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে কটাক্ষ করে এদিন দিলীপ ঘোষ বলেন, “ওটাই উনি করতে পারেন। অন্য কোনোভাবে নাম উঠবে না ওনার। সারা পশ্চিমবাংলার পুজোকে উনি ৬০ হাজার টাকা করে দিয়েছেন। সবটাই হয় ফিজিক্যালি ও ভার্চুয়ালি উদ্বোধন করবেন। ওটা করলেই ওনার গ্রীনিস বুকে নাম উঠবে।” মমতা বন্দ্যোপাধ্যায় এর ঢাক বাজানো প্রসঙ্গে তুলে তিনি বলেন, “এখন আর কেউ বাজাচ্ছে না তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। অন্তিম পরিণতি স্বেচ্ছাচারীতার এটাই হয়।”

Topics

Dilip Ghosh BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment