Home সংবাদসিটি টকস ‘শেষে বাবার কাছে যেতে হবে’ অনুব্রত কন্যা ED-এর তলবের প্রসঙ্গে মন্তব্য দিলীপের

‘শেষে বাবার কাছে যেতে হবে’ অনুব্রত কন্যা ED-এর তলবের প্রসঙ্গে মন্তব্য দিলীপের

শেষে বাবার কাছে যেতে হবে' অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডলকে ED-এর তলবের প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ‘শেষে বাবার কাছে যেতে হবে’ অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডলকে ED-এর তলবের প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রবিবার নিউটাউনের ইকো পার্কে প্রাতবন এ এসে প্রাতভ্রমণকারী এবং বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বিজয় সারলেন তিনি। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও দুর্নীতি প্রসঙ্গে একবার শাসকদলকে কাঠগোড়ায় তুললেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, ” দিল্লিতে অনেককে তলব করবে। শেষে বাবার কাছেই যেতে হবে। শেষ পর্যন্ত সর্বোচ্চ স্তর পর্যন্ত এত ব্যাপক দুর্নীতি হয়েছে তার মধ্যে বহু মানুষ যুক্ত আছেন, যারা সরকারে আছেন তার থেকে সবাই সুবিধা নিয়েছেন। ডালপালা ধরে সবাই আস্তে আস্তে যাচ্ছে কান্ডের দিকে।”

প্রসঙ্গত ফের একবার জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত কন্যাকে তলব করেছে ED। সূত্রের খবর, গরু পাচার মামলায় অক্টোবরের শেষ সপ্তাহে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে সুকন্যা মণ্ডলকে। ২৭ অক্টোবর দিল্লিতে ED-এর দফতরে হাজির হতে বলা হয়েছে তাঁকে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাপানউতর শুরু।

Related Articles

Leave a Comment