কলকাতা টুডে ব্যুরো:বউবাজার মেট্রোরেল বিপর্যয়ের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে এব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন। ওনার জন্য বউবাজারে এই অবস্থা হয়েছে। তবে এর স্থায়ী সমাধান চাই। তার জন্য আমার মনে হয় কেন্দ্র ও রাজ্য সরকারে মেট্রো রেল যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন সমস্যা খুঁজে বার করে সমাধান করা উচিত। না হলে ভয় ভয় হাজার মানুষ বেঁচে থাকবেন এটা হতে পারে না।”
প্রসঙ্গত, ১৪ ই অক্টোবর মেট্রো রেলের কাজের জন্য বউবাজার এলাকায় একাধিক বাড়িতে দেখা যায় ফাটল। নিরাপত্তা খাতির নিত্য প্রয়োজনীয় জিনিসকে সম্বল করে রাস্তায় নামতে হয় ক্ষতিগ্রস্তদের। ২০১৯ এর ভয়াবহ স্মৃতিকে চাঙ্গা করে ফের একবার গৃহহারা হতে হয় বাসিন্দাদের। বাড়ি ভেঙে পড়ার ভয়ে ঘরে ছেড়ে হোটেলে গিয়ে উঠেছেন বহু মানুষ। দুর্গতদের পাশাপাশি ক্ষোভের ফুঁসছেন এলাকার অন্যান্য মানুষরাও। এরইমধ্যে গৃহহীনদের পাশে দাঁড়াতে বড় উদ্যোগ নেওয়া হয়।
বউবাজারের অবস্থা নিয়ে শনিবার নবান্নে একটি প্রশাসনিক বৈঠক ডাকা হয়। যেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতার পুলিশ কমিশনার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকের নেতৃত্ব দিতে দেখা যায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৈঠক শেষেই সরকারিভাবে জানানো হয় বউবাজার বিপর্যয়ে যাঁরা গৃহহীন হয়েছেন তাঁদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।