কলকাতা টুডে ব্যুরো: বৃহস্পতিবার রাজ্যে সকাল থেকে রাজনৈতিক নেতাদের ব্যস্ততা ছিল এক অন্য ধরনের। মন্ত্রী থেকে সংসদ সকলেই মেতে ওঠেন ভাইফোঁটা উত্সবে। ঝাড়গ্রামে দিদির বাড়িতে ভাইফোঁটা নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি জানান, কালের নিয়মে আমাদের দুজনেরই বয়স বেড়েছে। কিন্তু আমাদের মধ্যের স্নেহ একই রয়েছে। বহুদিন পর দিদির সাক্ষাত্ পেলাম। ভাইবোন একত্রিত হওয়ার আবেগটাই আলাদা। আজকের কর্মব্যস্ত জীবনে সকলেই ছুটছে। তবু সবাইকে অনুরোধ করব সময় বের করে অন্তত আজকের দিনটা নিজেদের ভাইবোনদের সঙ্গে কাটান। কিন্তু আমাদের মধ্যের স্নেহ একই রয়েছে। বহুদিন পর দিদির সাক্ষাত্ পেলাম। ভাইবোন একত্রিত হওয়ার আবেগটাই আলাদা। আজকের কর্মব্যস্ত জীবনে সকলেই ছুটছে। তবু সবাইকে অনুরোধ করব সময় বের করে অন্তত আজকের দিনটা নিজেদের ভাইবোনদের সঙ্গে কাটান।