Home সংবাদসিটি টকস ‘অনুব্রত মণ্ডল ছাড়া পেলে বাংলার ভোট আবার রক্তাক্ত হবে’ আশঙ্কা প্রকাশ দিলিপের

‘অনুব্রত মণ্ডল ছাড়া পেলে বাংলার ভোট আবার রক্তাক্ত হবে’ আশঙ্কা প্রকাশ দিলিপের

পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডল ছাড়া পেলে বাংলার ভোট আবার রক্তাক্ত হবে। আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডল ছাড়া পেলে বাংলার ভোট আবার রক্তাক্ত হবে। আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার হেস্টিংসে বিজেপি রাজ্য নির্বাচনী কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ শোনেন দিলীপবাবু।

উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পঞ্চায়েত ভোটের আগে এধরণের হুমকি দিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে। অবিলম্বে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।” দিলীপ আরো বলেন, “রাজ্যের পরিস্থিতি কোথায় গিয়েছে ভাবুন। তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললে মুখ বন্ধ করতে খুন করা হচ্ছে।”

পঞ্চায়েতের আগে বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনার প্রতিক্রিয়ায় দিলীপ বলেন, “পঞ্চায়েতের আগে ভয়ের বিষয়। ভয় ছড়িয়ে দেওয়ার চেষ্টা। পঞ্চায়েতে শাসকদল নমিনেশন করতে বাধা দেয়। নমিনেশন করতে দিলেও ভোটাররা যাতে না বের হন, তাই এই উদ্যোগ।  শুধু পঞ্চায়েত নয়, কলকাতাতেও বোম বারুদের গন্ধ। নতুন নতুন অপরাধ বেরিয়ে আসছে। তাতে নতুন গ্রেফতারি হচ্ছে। নতুন তথ্য উঠে আসছে। দ্রুত ব্যবস্থা হবে।”

Related Articles

Leave a Comment