কলকাতা টুডে ব্যুরো: BJP-র প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বিস্ফোরক চিঠি নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে ডামাডোল তুঙ্গে। দলের আদি শিবিরে নেতা-কর্মীরা সায়ন্তনের পাশেই দাঁড়িয়েছেন। তাঁর বক্তব্য, দলবদলুরা বিজেপি চালাচ্ছে, পুরনোদের গুরুত্ব দেওয়া উচিত। শুধু তাই নয়, দলে ২০১৯—এর মডেল ফিরিয়ে আনা হোক। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠিতে লেখা সায়ন্তনের ওই বক্তব্যে বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের একটা বড় অংশই সমর্থন জানিয়েছেন। সায়ন্তনের চিঠিকে সমর্থন করে শনিবার নাড্ডার কাছে মেল করেছে ‘বিজেপি বাঁচাও মঞ্চ’।
সায়ন্তন বসুর এই চিঠির প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন, “নেতৃত্বকে যে কোনও কর্মী চিঠি লিখতে পারেন। সায়ন্তন দীর্ঘদিন এরাজ্যের বিজেপিকে নেতৃত্ব দিয়েছে। কাছ থেকে দেখছেন। তিনি তার অনুভব জানিয়েছেন। দলীয় নেতৃত্ব তারা খতিয়ে দেখবেন।”
সায়ন্তনের পত্রবোমায় এখন নাজেহাল বঙ্গের গেরুয়া শিবির। তৎকাল ও আদি বিজেপির দ্বন্দ্ব আরও একবার বেআব্রু হয়ে প্রকাশ্যে। একই সঙ্গে রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর দল পরিচালনায় ব্যর্থতা নিয়েও ফের প্রশ্ন উঠেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে যা চিন্তায় ফেলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও।