Home সংবাদসিটি টকস নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যকে নিশানা দিলীপের

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যকে নিশানা দিলীপের

কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যকে নিশানা দিলীপ ঘোষের। বৃহস্পতিবার ওই জেলার গোসানিমারা এলাকায় তাঁর কনভয় লক্ষ্য করে ইঁট পাথর ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যকে নিশানা দিলীপ ঘোষের। বৃহস্পতিবার ওই জেলার গোসানিমারা এলাকায় তাঁর কনভয় লক্ষ্য করে ইঁট পাথর ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসকে দায়ি করা হলেও তৃণমূল তা অস্বীকার করেছে।

নিশীথ প্রামানিক রাজ্য সরকারকে তুলোধনা করেছেন সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল বলে। জাতীয় নিরাপত্তার সাথে আপোস করছেন রাজ্য সরকার,  নিশীথের এই অভিযোগের প্রেক্ষিতে  দিলীপ বলেন, ” নিঃসন্দেহে যতগুলো বর্ডার আছে 10-15 কিলোমিটার পর্যন্ত আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। এই যেতে যেখানে হয়েছে শীতলকুচি দিনহাটা এই এলাকা পুরো উপদ্রুত এলাকা। তার নেতা কে! উদয়ন গুহ।এরকম নেতারা নেতৃত্ব করছেন বাংলাদেশ থেকে দুষ্কৃতকারীরা আসছে, মারকাট করছে। ভোটের সময় হয়েছে, যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সুরক্ষা নেই তাকে বোম মারা হয়, স্বাভাবিকভাবে সবাই কল্পনা করতে পাচ্ছে কি পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ যাচ্ছে। একাধিকবার ওখানে আমার ওপর আক্রমণ করা হয়েছে। মন্ত্রীকে করা হয়েছে।”

অনন্ত মহারাজের সাথে নিশিথ প্রামাণিকের বৈঠকের পর বঙ্গভঙ্গ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “অনন্ত মহারাজ নিশীথ প্রামাণিক পুরনো একই কমিউনিটির লোক। ওখানকার মানুষের অধিকার নিয়ে আন্দোলন করছেন অনন্ত মহারাজ আলাদা সংগঠন চালান তার দাবি আলাদা আছে কিন্তু রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে আছেন আমাদের সাপোর্ট করেছেন আগামী দিনেও থাকবেন নিশ্চয়ই ওখানকার স্থানীয় সমস্যা ব্যক্তিগত সমস্যা অনন্ত মহারাজকে আসামে থাকতে হচ্ছিল এই সরকার তাকে কেস দিয়ে ঢুকতে দিচ্ছিল না সবাই কষ্টের মধ্যে আছে।”

Related Articles

Leave a Comment