কলকাতা টুডে ব্যুরো: আমেরিকা থেকে চোখের অপারেশন করানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার নিজের ডায়মন্ড হারবার যান। চারটি গোষ্ঠী তৈরি হয়েছে হাই কমান্ড স্কুটিনি করে প্রার্থী তালিকা ঠিক করার কথাও জানান। এর প্রেক্ষিতে, BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি তথা সংসদ দিলীপ ঘোষ পূর্ব কলকাতা সুভাষ সরোবরের প্রাত ভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,” উনি চারটে জানেন আর কত গোষ্ঠী আছেন জানেন কি? সেই জন্য আগে গোষ্ঠী সংঘর্ষ ঠিক করুন নিজেদের পার্টিতে তারপর কোমর বাঁধবেন লড়াই হবে উনারা লড়াই করবেন মেয়েদের ঝামেলা আর টিকিট দিয়ে দিলেই পুলিশ জিতিয়ে দেবে সেটা আমার মনে হয় এত সহজে হবে না।
অন্যদিকে, বিজেপি নেতা লোকনাথ চ্যাটার্জির বিরুদ্ধে বিজেপি যুবনেতা অভিযোগ এনেছেন পোস্তা থানায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কোর্টে গেলে কোর্ট বিচার করবে। কে ঠিক কে ভুল বাকি পার্টির ওই তদন্ত করে দেখা উচিত। অন্য পার্টিতে খুনের অভিযোগ হচ্ছে ।যদি এরকম কিছু বিকৃতি হয়ে থাকে এর তদন্ত হওয়া উচিত এতে দলের ইমেজ ক্ষতি হয় আর আইনের হাতে যায় আইন তার ব্যবস্থা নেবে।”
বিমল গুরুঙ বলেছেন পাহাড় ২৪শে তাকে ভোট দেওয়ার উক্তি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পাহারবাসীর পাশে যারা থাকবে ভালো কথা উনি অনেকদিন পর পাহাড়ে ঘুরেছেন সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখুন উনি দিদির সাথে যদি হাত মেলেন তাহলে লোকে প্রত্যাখ্যান করবে কারণ ওনারা লড়াই করতে গিয়ে ওখানকার জীবনকে একদম ক্ষতবিক্ষত করে দিয়েছেন গত কয়েক বছর ধরে পাহাড়ের মানুষ কিভাবে আছেন এটা কেউ খোঁজ নেয় না নিজেদের পার্টির ঝান্ডা উঁচু করার লড়াই চলছে আমি যখন গেছি আমাকে অ্যাটাক করেছিল এদের লড়াইতে বিক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ আলাদা পার্টি করে ওখানে আবার মিউনিসিপালিটি লড়ে জিতেছে। মানুষ খুব কষ্টের মধ্যে আছেন পাহাড়েরমানুষের কথা ভাবুন।”
১০০ দিনের দুর্নীতির প্রসঙ্গে বলেন, ” একাধিক জায়গায় এসেছেন পঞ্চায়েতে পঞ্চায়েতে গেছেন আমার নিজের অভিজ্ঞতা সংবাদমাধ্যমে এসেছে ঝাড়্গ্রামের সাঁকরাইলে সুবর্ণরেখা নদীর ধারে ১৬ লক্ষ টাকা নদীর বাঁধ এক কোদাল মাটিও নেই ওখানে, মাটি নাকি বন্যায় ধুয়ে গেছে, এবারে কি বন্যা হয়েছে আমরা জানি যে পঞ্চায়েতের বোর্ড ছিল সেটা নাকি হাতিতে ভেঙ্গে দিয়েছে। এই ধরনের যুক্তি দিলে কত বড় দুর্নীতি হয়েছে।”