কলকাতা টুডে ব্যুরো: ‘তৃণমূলের সবাই তো এখন সিবিআইয়ের চা খাচ্ছে।’ বুধবার নিউটাউনে প্রাতঃভ্রমণে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পাল্টা খোঁচা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্নকুমার রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার হয়েছে। তাই দিলীপ ঘোষের গ্রেফতারের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ১০০ দিনের বকেয়া টাকা প্রসঙ্গ তুলে দিলীপ বলেন, “পেটে টান ধরেছে। তাই পায়ে ধরার কথা। ধরুন না পায়ে। বাংলার মানুষের জন্য না হয় পা ধরলেন।”
নিউ টাউন ইকোপার্কে প্রাতভ্রমণে এসে দিলীপ ঘোষ বলেন, “তদন্ত শেষ হোক। তারপর তো গ্রেফতারির প্রশ্ন। আমি তো প্রকাশ্যে বলছি। প্রসন্নর বাড়িতে আমি নিজে দলিলের কপি রেখেছি। তৃণমূলের সবাই এখন সিবিআই এর চা খাচ্ছে। কারুর বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি। ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি। যেখানে ফ্ল্যাট কিনেছি, সেই হাউজিং সোসাইটির ও প্রধান। ইলেকট্রিক মিটারের নাম চেঞ্জ করার জন্য আমি কপি ওকে দিয়েছি। ওদের মতো চোর নাকি আমি? ধরা পড়ে গেলেই পার্থ আমাদের কেউ না? এটা আমাদের নীতি না। আমি চ্যালেঞ্জ করছি, দম থাকলে সিআইডি দিয়ে তদন্ত করাক। “
বীরবাহা নিয়ে বিজেপির কটুক্তির জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন অভিষেক। সেই নিয়ে দিলীপ বলেন, “কথা বলেছেন যে মন্ত্রী, তিনি কি ক্ষমা চেয়েছেন? মমতা দেশের মন্ত্রী থেকে রাজ্যপাল, এদের সম্পর্কে যা বলেছেন, তার জন্য ক্ষমা চেয়েছেন? অর্থাৎ উনি ওনার মন্ত্রীর করা মন্তব্যকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। বাংলার কালচার উনি নষ্ট করছেন। শুভেন্দু বীরবাহাকে নিয়ে কি বলেছেন আমি জানিনা। দল দেখবে।”