কলকাতা টুডে ব্যুরো: সফরে গিয়ে মাঝেমধ্যেই কখনও চা কখনও চপ বানাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবার ঝাড়গ্রাম সফরে গিয়ে বিনপুরের কাছে একটি চপের দোকান চপ ভাজতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, ” রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে ঝুঁকির কাজ করতে গিয়ে মারা যাচ্ছে। পেটের দায়ে যায়। কেন যাচ্ছে? কারণ এই সরকার কাউকে চাকরি দেয়না। চাকরি লুঠ হয়ে যায়। এখানকার আদিবাসীদের সঙ্গে উনি প্রতারণা করেছেন। ভোটের আগে বলেছিলেন এক হাজার করে টাকা দেব। ভোট মিটতেই বললেন টাকা নেই। আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করলাম। সারা বিশ্ব আমাদের দিকে তাকাচ্ছে। সেখানে ওনার গায়ের রং নিয়ে জাত নিয়ে রাজ্যের মন্ত্রী কি বললেন? অপমান করছে। হাসি তামাশা করছে। তাই আদিবাসী সমাজ আজ ওনার দিকে চোখ রেখে কথা বলছে।”
দিলিপের অভিযোগ, “উনি কিছু করেননি। জঙ্গল মহলের মানুষ সেটা বুঝেছে। তাই বিগত নির্বাচনগুলিতে বিজেপিকে ভোট দিয়েছে। উত্তরবঙ্গের আদিবাসীরাও বিজেপিকে ভোট দিয়েছে। উনি মাঝে মাঝে যান। ওদের সঙ্গে নাচেন।”
কাঁথির বাড়ির সামনে শুভেন্দুকে না পেয়ে শিশির অধিকারীকে কটূক্তির প্রসঙ্গে দিলীপ বলেন, “এর আগেও কুনাল ঘোষ, অভিষেক ব্যানার্জি কি ভাষায় কথা বলে এসেছেন। শিশির বাবু শুভেন্দুর বাবা। সেটা অপরাধ? যে পার্টিকে উনি ওখানে দাঁড় করিয়েছেন, শক্তি দিয়েছেন, তার সম্পর্কে এই ভাষা? কারা বলছে? তার হাঁটুর বয়সি সব ছেলে। শিশির বাবু এখনও তৃণমূল কংগ্রেসের। বিজেপির না। তাহলে মমতাও তো কংগ্রেসকে ধোঁকা দিয়ে আলাদা দল করেছেন। তাকেও একই ভাষায় বলা উচিৎ। আসলে নন্দীগ্রামে শুভেন্দু ওনাকে হারিয়েছে, এটা ওনার হজম হচ্ছে না।”