কলকাতা টুডে ব্যুরো: ‘এই ধরনের নেতারা বাংলা সমাজকে কলুষিত করছে। এই ধরনের নেতারা যেন মোটেই জেলের বাইরে না থাকে।’ অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
অনুব্রতর গ্রেফতারির পরেই দিলীপ ঘোষ বলেন, ‘সত্যি সত্যি বাংলার মানুষ খুব মর্মাহত ছিলেন। কোর্টে ১৯ জন নেতা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে কে ঠিক কে ভুল। কিন্তু, বাংলার মানুষ চোখের সামনে দেখছে বিশাল বিশাল বাড়ি, বহু গাড়ি, মানুষের প্রতি দুর্ব্যবহার। এই ধরনের নিম্নমানের রাজনীতি বাংলার মানুষ আগে কখনও দেখিনি।’ রাজনীতির পতন হয়েছে বলেই অভিযোগ করেন তিনি। দিলীপ ঘোষ মনে করেন, ‘রাজনৈতিক স্বার্থে বাংলার মানুষের স্বার্থে এবং আগামী প্রজন্মের স্বার্থে এগুলির প্রশমন হওয়া দরকার রয়েছে।’
এরপরেই দিলীপ ঘোষ বলেন, ‘বাংলার মান সম্মানকে এরা মাটিতে মিশিয়ে দিয়েছেন, মাথা নত করে দিয়েছেন। সেজন্য এদের শাস্তি হওয়া দরকার। যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ সিবিআই যেন না দমে।’
Topics
Dilip Ghosh BJP TMC Administration Kolkata