কলকাতা টুডে ব্যুরো:জামাইষষ্ঠীতে ভিন্ন মুডে ধরা দিলেন দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আঁকশি হাতে গাছ থেকে খেজুর পারলেন বিজেপি নেতা।
গাছ থেকে খেজুর পারার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিলীপ ঘোষ। ওই ভিডিওর ক্যাপশনে স্মৃতিচারণাও করেছেন বিজেপি নেতা। একেবারে শৈশবের কথা উল্লেখ করে তিনি লেখেন, “ছোটবেলায় গ্রামের বাড়িতে এইভাবেই খেজুর পাড়তাম। আধ কাঁচা খেজুরের ছড়ায় নুন জল ছিটিয়ে রাখতাম। অদ্ভুতভাবে পেকে যেত সেগুলো। আজ নিউটাউনে দেশি খেজুরের গাছে খেজুর দেখে পাড়তে ইচ্ছে হল। পুষ্টিগুণে ভরপুর গ্রামবাংলার এই দেশি খেজুরগুলি।”
নিউ টাউনের কোনও খেজুরতলায় সপার্ষদ হাজির হন দিলীপ। সাদা হাফ প্যান্ট আর টি-শার্ট পরে লগা হাতে খেজুর পাড়তে লাগেন। সেই ভিডিয়ো পোস্ট করে ফেসবুকে সকলের নজর কেড়েছেন তিনি।