কলকাতা টুডে ব্যুরো:সংবাদমাধ্যমে বেফাঁস মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপ ঘোষকে সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময় সংযত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই চিঠি লিখেছেন দিলীপ ঘোষকে। তিনি এই চিঠি লিখেছেন দলের সভাপতি জেপি নাড্ডার নির্দশে। চিঠিতে তিনি জানিয়েছেন, দিলীপের বিরুদ্ধে একের পর এক অস্বস্তিকর মন্তব্য করার অভিযোগ সামনে আসছে। প্রকাশ্যে নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছেন। এতে দলের ভাবমূর্তিতে প্রভাব পড়ছে। দিলীপ ঘোষের মতো একজন নেতার কাছে এই ধরনের মন্তব্য অভিপ্রেত নয় বলেও লেখা হয়েছে চিঠিতে।
আরও পড়ুনঃ শহরে পালিত হল No Tobacco Day
এর আগে একাধিকবার দলের নেতৃত্ব নিয়ে খোলাখুলি সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। তাঁকে সরিয়ে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। তা নিয়েও ‘অভিজ্ঞতা খোঁচা’ দিয়েছিলেন দিলীপ। তা নিয়ে পাল্টা মুখ খুলেছিলেন বিজেপি রাজ্য সভাপতিও। এছাড়াও দলের সংগঠন নিয়ে, পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া নিয়েও ঠারেঠোরে সরব হয়েছেন দিলীপ। তা নিয়ে বারবার জলঘোলাও হয়েছে। এবার দিলীপের উপর লাগাম দিতে কড়া পদক্ষেপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের।