Home বিনোদনবলিউড ‘ব্রহ্মাস্ত্র’ বিতর্কে জল ঢালতে এবার ময়দানে পরিচালক অয়ন মুখোপাধ্যায়

‘ব্রহ্মাস্ত্র’ বিতর্কে জল ঢালতে এবার ময়দানে পরিচালক অয়ন মুখোপাধ্যায়

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো: ‘ব্রহ্মাস্ত্র’ র ট্রেলার মুক্তি পেতেই শুরু হয়েছিল বিতর্ক। দেখা যাচ্ছে দিল্লির কাপুর দৌড়ে এসে চটি পড়েই মন্দিরের ঘন্টা বাজাচ্ছে । তারপরেই অভিযোগ উঠেছে, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার। এবার এবিষয়েই মুখ খুললেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)

অয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন, ”ট্রেলারে যে দৃশ্য দেখা গেছে সেটি মন্দিরে ঢোকার নয়, দুর্গা পুজোর প্যান্ডেলে ঢোকার দৃশ্য। আমাদের পরিবার গত ৭৫ বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে আসছে। ছোট থেকেই আমি এই পুজোয় অংশ নিয়েছি। ”

 

তিনি আরও বলেন,”আমার অভিজ্ঞতা বলে, প্যান্ডেলে আমরা জুতো পরেই ঢুকি, শুধু যেখানে প্রতিমা থাকে সেই মঞ্চে জুতো খুলে উঠি। ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করেই এই ছবিটি বানিয়েছি। তাই সনাতন ধর্মকে অবমাননা করার কোনও প্রশ্নই ওঠে না।”

Related Articles

Leave a Comment