Home জীবনধারাস্বাস্থ্য ৬১ বছরের এক মহিলার পেট থেকে উদ্ধার ৪৬ কেজির টিউমার

৬১ বছরের এক মহিলার পেট থেকে উদ্ধার ৪৬ কেজির টিউমার

বেহালার বাসিন্দা ৬১বছরের সুস্মিতা দাস। ২বছর আগে তার পেট ফোলা শুরু করে বন্ধ হয়ে যায় হাটা চলা খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বেহালার বাসিন্দা ৬১বছরের সুস্মিতা দাস। ২বছর আগে তার পেট ফোলা শুরু করে বন্ধ হয়ে যায় হাটা চলা খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তারপর বাড়ির লোক অনেক হাসপাতাল ঘুরে ভর্তি করে ঠাকুরপুকুর cancer হাসপাতালে চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন তার lung cancer হয়েছে তারপর test করে জানতে পারে ওভারিতে বিরাট বড়ো tumor আছে। তার পেট এতটাই বেড়েগেছিলো যে দুটো টেবিল জুড়ে টুল পেতে ডাক্তাররা operation করে। ২ঘন্টার চেষ্টায় successful হয় এবং উদ্ধার হয় ৪৬ কেজির tumor। Operation করেছেন চিকিৎসক সুব্রত সাহু এবং তার সহযোগিরা।

Related Articles

Leave a Comment