Home সংবাদসিটি টকস কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে, রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা

কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে, রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা

রাত পোহালেই কার্নিভাল। দশমী কেটে গেলেও রেশ কাটেনি পুজোর। গত দু’বছর করোনার জন্য এই কার্নিভাল হতে পারেনি। কিন্তু এবার সেই কার্নিভাল আবার ফিরে এসেছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাত পোহালেই কার্নিভাল। দশমী কেটে গেলেও রেশ কাটেনি পুজোর। গত দু’বছর করোনার জন্য এই কার্নিভাল হতে পারেনি। কিন্তু এবার সেই কার্নিভাল আবার ফিরে এসেছে। এবং ইউনেস্কোর তরফ থেকে কলকাতার দুর্গাপুজো বিশেষ স্বীকৃতি পাওয়ার পর কার্নিভালেও যে এবার তা উদযাপন হবে সে কথা বলাইবাহুল্য। বহু নামকরা পুজো কমিটি অংশ নিচ্ছে এই কার্নিভালে। দুর্গা পুজো কার্নিভালে অংশগ্রহণকারীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৪ টি। অংশ নেওয়ার কথা ছিল ৯৯ টি পুজো কমিটির। পাশাপাশি অসুস্থ থাকার জন্য ডোনা গাঙ্গুলীর অনুষ্ঠান বাতিল হওয়ার সম্ভাবনা। তবে ডোনা গাঙ্গুলীর ডান্স গ্রুপ অনুষ্ঠান করবে।

এবার কার্নিভালের কথা মাথায় রেখে কলকাতা পুলিসের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। কার্নিভাল দেখতে রেড রোডে ভিড় করবেন হাজার হাজার মানুষ। ইতিমধ্যেই কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। রেড রোডে বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নিরঞ্জনের গাড়ি বাদে সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হবে রেড রোড। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। তার পর আবার দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

অন্যদিকে বৃহস্পতিবার থেকেই কালীঘাটে মুখ‌্যমন্ত্রীর বাড়িতে বিজয়া শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষ কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ‌্যমন্ত্রীর সঙ্গে বিজয়া সেরে গিয়েছেন। জেলা ও রাজ‌্যস্তরের বহু তৃণমূল নেতা ও কর্মীও মুখ‌্যমন্ত্রীর বাড়িতে এসে দেখা করে গেছেন তার সঙ্গে। সকলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন মমতা। ইতিমধ্যেই আগামীকালের প্রস্তুতি নিয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেছেন মমতা। বিজয়া সম্মিলনীর পর মুখ‌্যমন্ত্রীর জেলাসফরে যাওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Comment