Home সংবাদসিটি টকস ‘রাস্তা যেন বন্ধ না হয়’ শ্রীভূমির মণ্ডপ উদ্বোধনে এসে সুজিতকে অনুরোধ মমতার

‘রাস্তা যেন বন্ধ না হয়’ শ্রীভূমির মণ্ডপ উদ্বোধনে এসে সুজিতকে অনুরোধ মমতার

মহালয়ার তিনদিন আগেই কলকাতার বিখ্যাত পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের উদ্বোধন করে শারদোৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মহালয়ার তিনদিন আগেই কলকাতার বিখ্যাত পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের উদ্বোধন করে শারদোৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার তাঁর হাত ধরে খুলে গেল আরও দুটি পুজোমণ্ডপের দরজা। সল্টলেকের এফডি ব্লক ও টালা পার্ক প্রত্য়য়ের। তিনিই ঘোষণা করে দিলেন, ”পুজো শুরু হয়ে গেল।” তবে শ্রীভূমির পুজো উদ্বোধন করে মূল উদ্যোক্তা, রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীকে ‘বাবু’ সম্বোধন করে বললেন, ‘‘‘সুজিতবাবুকে একটা অনুরোধ করছি রাস্তা যেন বন্ধ না হয়। লোক প্লেন ধরতে পারল না, ট্রেন ধরতে পারল না তেমনটা যেন না হয়।’ হলে কড়া ব্যবস্থা ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি গৌরব শর্মাকে (বিধাননগরের কমিশনার) বলছি, নতুন এসেছে। তুমি কিন্তু খেয়াল রাখবে। যদি রাস্তা বন্ধ হয় তবে আমায় ফোন করবে। আমি তখন বিশ্ববাংলা থেকে ঘচাং ফু করে দেব।’ অর্থাৎ শারদ সম্মানের তালিকা থেকে তখন বাদ দেওয়া হবে শ্রীভূমিকে। তিনি দমকলমন্ত্রীকে মনে করিয়ে দেন, ‘তুমি যখন একজন মন্ত্রী তোমাকে সাধারণ মানুষের হয়ে উঠতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি কিন্তু পুজোয় ছুটি কাটাই না।ইঞ্চি ইঞ্চিতে নজর রাখি। রাস্তায় যখন মানুষ থাকেন আমি পাহারাদার হিসাবে পাহার দিই। কোথায় কী হচ্ছে সব খবর রাখি।’

Topics

Durga Puja Celebrations  Festivals Mamata Banerjee Administration Kolkata

Related Articles

Leave a Comment