Home Uncategorized ফের কলকাতার রাস্তায় ঐতিহ্যবাহী ডবল ডেকার বাস

ফের কলকাতার রাস্তায় ঐতিহ্যবাহী ডবল ডেকার বাস

দীর্ঘ তিরিশ বছর পর কলকাতার রাস্তায় ফের ঐতিহ্যবাহী ডবল ডেকার বাস। চলবে কথিদ্রাল চার্চ থেকে জোড়া সাঁকো পর্যন্ত। ভাড়া মাত্র পঞ্চাশ টাকা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: দীর্ঘ তিরিশ বছর পর কলকাতার রাস্তায় ফের ঐতিহ্যবাহী ডবল ডেকার বাস। চলবে কথিদ্রাল চার্চ থেকে জোড়া সাঁকো পর্যন্ত। ভাড়া মাত্র পঞ্চাশ টাকা। যেকোনো জায়গা থেকে উঠলে বা নামলে একই ভাড়া। এই বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। দুর্গা পুজোয় বিশেষ আকর্ষণ বাড়াবে এই ডবল ডেকার বাস। ওপর নিচে মোট ২৬ জন বসার ব্যাবস্থা আছে। এরমধ্যে নিচে ১৪ জন ও ওপরে ১২ জন। উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাবুল সুপ্রিয় জানান, পুজোর মৌসুমে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা। তিনি আরো জানান, বৃষ্টির মৌসুমের কথা মাথায় রেখে ওপরে যাত্রীদের জন্য রাখা হয়েছে বিশেষ ছাতার ব্যবস্থা ।

Topics

Durga Puja Celebrations Festivals Babul Supriyo  Administration Kolkata

Related Articles

Leave a Comment