কলকাতা টুডে ব্যুরো: তৃতীয় বছরে পদার্পণ বঙ্গ বিজেপির দুর্গাপুজোর । জল্পনা ছিল যে হয়ত উদ্বোধনে আসবেন অমিত শাহ। তারপর একে-একে নাম উঠে আসে নরেন্দ্র মোদী থেকে জিপি নাড্ডার মতো হেভিওয়েট নেতাদের। কিন্তু শেষমেশ ঢাক বাজিয়ে পুজোর উদ্বোধন করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সল্টলেকের ইজেডসিসি-তে শুভ সূচনা হল পুজোর। তবে ‘জৌলুসহীন’ এই পুজোকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বললেন, ‘বিজেপির দম শেষ, পুজো শেষ। পুরোটাই দিল্লির জেঠুদের দমের উপর দাঁড়িয়ে। এরপর কোনওদিন শুনবেন দিল্লিতে পুজো করেছে।’
শনিবার সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, ‘ভারতীয় জনতা পার্টি শুনলাম একটি হল ভাড়া করে পুজো করছে। এটা পশ্চিমবঙ্গ। এখানে হল ভাড়া করে পুজো! হল ভাড়া তো শ্রাদ্ধে হবে, বিয়েতে হবে। এটা হল বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা। আসলে বিজেপি নেতাদের নিজেদের পাড়ায়, ক্লাবে, কোনও যোগাযোগ নেই। সেই কারণে পুজো করতে গেলে হল ভাড়া করতে হয়।’
এরপর তিনি বলেন, ‘এর আগে যাঁর নামে পুজোয় সংকল্প ছিল তিনি তৃণমূলে চলে এসেছেন। ফলে পুজোর ভিত্তি ভবিষ্যৎ অনিশ্চিত। জনসংযোগ ছিল নেই বলেই হল ভাড়া করেন পুজো করতে হয়।’ এরপর দিলীপ ঘোষকে কটাক্ষ করে কুণালের বক্তব্য, ‘দিলীপবাবু নাকি বলেন পার্টির কাজ পুজো উদ্বোধন করা নয়। রাজনৈতিক দল পুজো করে নাকি? আসলে রাজনৈতিক দলের যাঁরা সদস্য, নেতা তাঁরা ক্লাবে-ক্লাবে যান পুজো করেন।’ পরে তীব্র কটাক্ষের সুরে বলেন, ‘বিজেপির দম শেষ পুজো শেষ, পুরোটাই দিল্লির জেঠুদের দমের উপর দাঁড়িয়ে। এরপর কোনওদিন শুনবেন দিল্লিতে পুজো করেছে।’