কলকাতা টুডে ব্যুরো: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে ইতিমধ্যেই। দীর্ঘ দুই বছর করোনা কাল কাটিয়ে আবার সেই পুরনো ছন্দে ফিরেছে উৎসবের আমেজ। আর সেই সঙ্গেই এবারের বাড়তি পাওনা কলকাতার পুজোকে ইউনেসকোর হেরিটেজ তকমা। পুজো মানেই শহর জুড়ে ধাকের আওয়াজ আর সাজো সাজো রবে চারদিক মাতোয়ারা। আর সেই সঙ্গে প্যান্ডেল হপিং মাস্ট। বন্ধু থেকে প্রিয়জন, সকলকে নিয়েই মণ্ডপগুলিতে ঠাকুর দেখতে যাওয়া সব বাঙালির দস্তুর। কিন্তু এতসব আনন্দের মাঝেও অনেক সময় নানা রকমের দুষ্কর্মের শিকার হয়ে থাকেন ঠাকুর দেখতে আসা বহু মানুষ। আর তারই মধ্যে কয়েকটি হল পকেটমারি, চুরি ছিনতাই কিংবা মহিলাদের অনেক সময় হেনস্থা হতে হয় ভিড়ের মধ্যে। কিন্তু এবার সেই সব কুরুচিপূর্ণ দুষ্কর্ম মেটাতে ময়দানে নামলেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার। দুর্গাপুজো উপলক্ষে বুধবার এক বিশেষ বৈঠকে সামিল হয়ে পুজোর পাঁচদিন কর্মসূচির সূচনা করলেন তিনি। শহরের রাসবিহারী অ্যাভিনিউ হল এমন একটি স্থান যার সংলগ্ন এলাকায় তিলোত্তমার একাধিক উল্লেখযোগ্য ও নামী পুজো হয়ে থাকে। আর সেখানেই যাতে আগত দর্শনার্থীদের সঙ্গে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ থাকার অনুরোধ করলেন পুলিশ ও প্রশাসনের কাছে। ‘পুজো আমার, পুজো তোমার, নিরাপদ হোক পুজো সবার’ এই কর্মসূচিতে একদিকে সামিল থাকছে কলকাতা পুলিশ, অন্যদিকে সকলের সমস্যার সমাধান করবেন স্বয়ং দেবাশিস কুমার, এমনটাই জানালেন আয়োজকরা।
Topics
Durga Puja Celebrations Festivals Debesish Kumar Administration Kolkata