কলকাতা টুডে ব্যুরো: মাহা ষষ্ঠীতে একাবারেই বাঙালিয়ানায় মজেছেন টলিউডের অন্যতম অভিনেত্রী কোয়েল মল্লিক।একাবারে ঘরোয়া সাজে নিজেকে প্রকাশ্যে আনলেন কোয়েল,সঙ্গে ভক্তদের জানালেন ষষ্ঠীর শুভেচ্ছা।
নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি,সেখানে নিজের বাড়িতে পুজোর আনন্দে মাততে দেখা যায় তাকে। তার পরনে রয়েছে হলুদ রঙের শাড়ি, হাল্কা মেকাপে অপরুপা কোয়েল, ছবি ভাগ করে নিয়েছেন পরিবারের সঙ্গে সেখানে দেখা যায়, প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিককে, দেখা যায় কোয়েলের মাকে সেই সঙ্গে নিজের স্বামী নিসপল সিং এর সঙ্গেও ছবি শেয়ার করেছেন তিনি।