কলকাতা টুডে ব্যুরো: বুধবার মহা তৃতীয়া। দেবীপক্ষের সূচনাতেই এবার দুর্গাপুজোর সূচনা হয়ে গেছে রাজ্য জুড়ে। যদিও কলকাতার কিছু পুজো মহালয়ার আগেই উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বুধবারও বিকেল ভার্চুয়ালি জেলার পুজো মণ্ডপ গুলি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কলকাতায় নির্বাচিত কিছু পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একের পর এক পূজো মন্ডপে গিয়ে ফ্রিতে কেটে মায়ের পায়ে ফুল অর্পণ করে দীর্ঘ উৎসবের শুভ সূচনা করতে দেখা গেল তাকে। বুধবার সুরুচি সঙ্গে পুজো উদ্বোধন করতে গিয়ে হাতে ঢাকের কাঠি তুলে নিয়ে পুজোর আনন্দে সামিল হলেন মুখ্যমন্ত্রী। কাঁধে ঢাক নিয়ে ফিতে কাটতে দেখা গেল তাকে। মন্ডপে ঢুকে ঢাক বাজিয়ে দুর্গোৎসবের শুভ সূচনা করলেন তিনি । মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢাক বাজানোতে অংশ নিতে দেখা গেল ফিরা হাকিমকেও। সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস।
West Bengal CM Mamata Banerjee by playing 'dhaank', making the festive season even more grand. pic.twitter.com/flOOjrbs47
— Kolkatatoday (@KolkatatodayCom) September 28, 2022
Topics
Durga Puja Celebrations Festivals Mamata Banerjee Administration Kolkata